Search This Blog

Tuesday, December 9, 2014

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১৭

বাংলা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

দ্বিরুক্ত শব্দ
১। দ্বিরুক্ত অর্থ কী?
ক. দুইবার উক্ত খ. দুইবার ব্যাপ্ত
গ. অনুক্ত শব্দ ঘ. জোড়া শব্দ
২। দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. দ্বিতীয় উক্তি খ. অনুক্ত শব্দ
গ. শব্দ দ্বৈত ঘ. শব্দযুগল
৩। দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪। পদের দ্বিরুক্তি কয় প্রকারে সাধিত হয়?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৫। ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক. আধিক্য অর্থে
খ. সামান্য অর্থে
গ. তীব্রতা অর্থে
ঘ. ধারাবাহিক অর্থে
৬। ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
ক. সামান্য খ. আধিক্য
গ. শূন্য ঘ. আতিশয্য
৭। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
ক. কাকে কাকে
খ. যার যার
গ. কেমন কেমন
ঘ. হেসে হেসে
৮। ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ এ বাক্যে ‘টাপুরটুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য খ. অব্যয়
গ. ক্রিয়া ঘ. সর্বনাম
৯। ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—কী অর্থে দ্বিরুক্তি?
ক. ধারাবহিকতা খ. ধ্বনির ব্যঞ্জনা
গ. বিশেষণ ঘ. অনুভূতি
১০। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
ক. জন্ম-মৃত্যু খ. বনজঙ্গল
গ. হাতাহাতি ঘ. ডাল-ভাত
১১। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়—
ক. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত
খ. অনুকার দ্বিরুক্ত
গ. পদাত্মক দ্বিরুক্ত
ঘ. বাক্যের দ্বিরুক্ত
১২। যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে?
ক. হাতে-নাতে খ. ভয়ে ভয়ে
গ. রীতি-জঙ্গল ঘ. চাল-চলন
১৩। কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কী বলে?
ক. পদাত্মক শব্দ
খ. শব্দাত্মক পদ
গ. ধ্বন্যাত্মক শব্দ
ঘ. কল্পনাত্মক শব্দ
১৪। সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে
গ. খেলায় ঘ. গণনায়
১৫। সংখ্যা গণনার মূল একক কী?
ক. দশ খ. এক
গ. এক ও শূন্য
ঘ. এক থেকে নয় পর্যন্ত
১৬। এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি?
ক. পদাশ্রিত নির্দেশক
খ. অঙ্কবাচক শব্দ
গ. বচন
ঘ. সংখ্যাবাচক শব্দ
১৭। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
১৮। একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. গণনাবাচক শব্দ
খ. পরিমাণবাচক শব্দ
গ. পরিমাণবাচক শব্দ
ঘ. পূরণবাচক শব্দ
১৯। কোন পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক. দেড় খ. আড়াই
গ. সাড়ে ঘ. সপাদ
২০। ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক. তেহাই খ. পৌনে
গ. চৌথা ঘ. সোয়া
২১। ‘সপ্তাহ’ কোন সংখ্যাবাচক শব্দের উদাহরণ?
ক. অঙ্কবাচক
খ. পরিমাণবাচক
গ. পূরণবাচক
ঘ. তারিখবাচক
২২। পূরণবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক. পনের খ. দশম
গ. একুশে ঘ. এগার
২৩। ‘দ্বিতীয় লোকটিকে ডাক’—এ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা?
ক. তারিখবাচক
খ. অঙ্কবাচক
গ. ক্রমবাচক
ঘ. গণনাবাচক
২৪। তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক. তিন খ. দোসরা
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ।
বচন
১। ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তমত্সম খ. পারিভাষিক
গ. অর্ধতত্সম ঘ. বিদেশি
২। বচন অর্থ হলো—
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাণের ধারণা
৩। ‘বচন’ শব্দটি প্রকৃতপক্ষে কিসের ধারণা দেয়?
ক. সংখ্যার
খ. গণনার গ. ক্রমের
ঘ. পরিমাণের
৪। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য ও সর্বনাম পদ
খ. বিশেষ্য ও বিশেষণ পদ
গ. সর্বনাম ও ক্রিয়াপদ
ঘ. সর্বনাম ও বিশেষণ পদ
৫। কোনটি একবচন বোঝায়?
ক. লোকে বলে
খ. মাঠে মাঠে ধান
গ. শুনবে যদি গল্পটি
ঘ. পাখি সব করে রব।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও


দ্বিরুক্ত শব্দ
১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. খ।
বচন
১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. গ।

No comments:

Post a Comment