Search This Blog

Friday, December 12, 2014

Articles (SSC English 2nd paper)

Articles

Use articles where necessary. Put a cross (x) where an article is not needed.
Set-7
An angry man is not liked (a) — even by (b) — idiot. There is difference between the educated and (c) — uneducated. An educated (d) — person should come forward to educate (e) — uneducated. On the other hand (f) -— rich man should have (g) — sympathy for (h) — poor. There is difference between (i) — poor man and (j) — rich man.
Answer
(a) x (b) an (c) the (d) x (e) the (f) a (g) x (h) the (i) a (j) a.
Set-8
We were returning home. On (a) — way we met (b) — little girl. She was selling (c) — flowers on (d) — street. She requested us to buy (e) — flower. My mother is (f) — kind hearted woman. (g) — motherly affection rose at (h) — sight of her. She gave her (i) — ten taka note and bought some flowers. We should be kind to (j) — helpless.
Answer
(a) the (b) a (c) x (d) the (e) a (f) a (g) The (h) the (i) a (j) the.
Set-9
(a) — Morning walk is a good habit for all classes of people. It is (b) — simple exercise and good for health and (c) — mentality. In the morning, (d) — air is fresh and free from any kind of noise and pollution. This pure (e) — environment makes an effect on (f) — walkers’ health and mind, when (g) — man enjoys (h) — beauties and solemnity of (i) — nature in (j) — morning.
Answer
(a) x (b) a (c) x (d) the (e) x (f) the (g) a (h) the (i) x (j) the.

Tuesday, December 9, 2014

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১৭

বাংলা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

দ্বিরুক্ত শব্দ
১। দ্বিরুক্ত অর্থ কী?
ক. দুইবার উক্ত খ. দুইবার ব্যাপ্ত
গ. অনুক্ত শব্দ ঘ. জোড়া শব্দ
২। দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. দ্বিতীয় উক্তি খ. অনুক্ত শব্দ
গ. শব্দ দ্বৈত ঘ. শব্দযুগল
৩। দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪। পদের দ্বিরুক্তি কয় প্রকারে সাধিত হয়?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৫। ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক. আধিক্য অর্থে
খ. সামান্য অর্থে
গ. তীব্রতা অর্থে
ঘ. ধারাবাহিক অর্থে
৬। ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
ক. সামান্য খ. আধিক্য
গ. শূন্য ঘ. আতিশয্য
৭। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
ক. কাকে কাকে
খ. যার যার
গ. কেমন কেমন
ঘ. হেসে হেসে
৮। ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ এ বাক্যে ‘টাপুরটুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য খ. অব্যয়
গ. ক্রিয়া ঘ. সর্বনাম
৯। ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—কী অর্থে দ্বিরুক্তি?
ক. ধারাবহিকতা খ. ধ্বনির ব্যঞ্জনা
গ. বিশেষণ ঘ. অনুভূতি
১০। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
ক. জন্ম-মৃত্যু খ. বনজঙ্গল
গ. হাতাহাতি ঘ. ডাল-ভাত
১১। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়—
ক. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত
খ. অনুকার দ্বিরুক্ত
গ. পদাত্মক দ্বিরুক্ত
ঘ. বাক্যের দ্বিরুক্ত
১২। যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে?
ক. হাতে-নাতে খ. ভয়ে ভয়ে
গ. রীতি-জঙ্গল ঘ. চাল-চলন
১৩। কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কী বলে?
ক. পদাত্মক শব্দ
খ. শব্দাত্মক পদ
গ. ধ্বন্যাত্মক শব্দ
ঘ. কল্পনাত্মক শব্দ
১৪। সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে
গ. খেলায় ঘ. গণনায়
১৫। সংখ্যা গণনার মূল একক কী?
ক. দশ খ. এক
গ. এক ও শূন্য
ঘ. এক থেকে নয় পর্যন্ত
১৬। এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি?
ক. পদাশ্রিত নির্দেশক
খ. অঙ্কবাচক শব্দ
গ. বচন
ঘ. সংখ্যাবাচক শব্দ
১৭। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
১৮। একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. গণনাবাচক শব্দ
খ. পরিমাণবাচক শব্দ
গ. পরিমাণবাচক শব্দ
ঘ. পূরণবাচক শব্দ
১৯। কোন পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক. দেড় খ. আড়াই
গ. সাড়ে ঘ. সপাদ
২০। ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক. তেহাই খ. পৌনে
গ. চৌথা ঘ. সোয়া
২১। ‘সপ্তাহ’ কোন সংখ্যাবাচক শব্দের উদাহরণ?
ক. অঙ্কবাচক
খ. পরিমাণবাচক
গ. পূরণবাচক
ঘ. তারিখবাচক
২২। পূরণবাচক শব্দের উদাহরণ কোনটি?
ক. পনের খ. দশম
গ. একুশে ঘ. এগার
২৩। ‘দ্বিতীয় লোকটিকে ডাক’—এ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা?
ক. তারিখবাচক
খ. অঙ্কবাচক
গ. ক্রমবাচক
ঘ. গণনাবাচক
২৪। তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক. তিন খ. দোসরা
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ।
বচন
১। ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তমত্সম খ. পারিভাষিক
গ. অর্ধতত্সম ঘ. বিদেশি
২। বচন অর্থ হলো—
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাণের ধারণা
৩। ‘বচন’ শব্দটি প্রকৃতপক্ষে কিসের ধারণা দেয়?
ক. সংখ্যার
খ. গণনার গ. ক্রমের
ঘ. পরিমাণের
৪। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য ও সর্বনাম পদ
খ. বিশেষ্য ও বিশেষণ পদ
গ. সর্বনাম ও ক্রিয়াপদ
ঘ. সর্বনাম ও বিশেষণ পদ
৫। কোনটি একবচন বোঝায়?
ক. লোকে বলে
খ. মাঠে মাঠে ধান
গ. শুনবে যদি গল্পটি
ঘ. পাখি সব করে রব।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

Monday, December 8, 2014

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি (ইংরেজি ১ম পত্র)

Rearrange the following sentences in correct order.
7
(a) After the war he came back to Kolkata in 1919.
(b) Our national poet Kazi Nazrul Islam was born of poor parents in 1899.
(c) There Nazrul studied in a high school at Kazir Simala for three years and then returned to Burdwan.
(d) During that time a Muslim police officer found him to be genius and sent him to his village home.
(e) He started residing in the office of Bengal Muslim Literacy Association.
(f) In 1914, the First World War broke out and Nazrul joined the army at the age of 19.
(g) When he was 12 years old, he fled away to Asansole and worked in a baker's shop there.
(h) His remarkable poem "Bidrohi" was published in that year when he was 21.
8
(a) Soon he gave up medicine for literature.
(b) This brought for him a good name.
(c) He was born in 1874 in Paris.
(d) William Somerset Maugham is one of the greatest short story writers of modern time.
(e) Then he took to writing plays.
(f) He qualified as a doctor and this life had no charms for him.
(g) Some of his well-known plays are Mrs. Cardlac, Lady Frederick etc.
(h) He made his first appearance in literature by writing Liza of Lambeth, his first novel.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
Ans : 7. 1b, 2g, 3d, 4c, 5e, 6f, 7a, 8h
Ans : 8. 1d, 2c, 3f, 4a, 5h, 6b, 7e, 8g

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১৫ (হিসাববিজ্ঞান)


বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে পত্র শিক্ষা দেয়, তাকে বলে —
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. হিসাবরক্ষণ
গ. হিসাববিজ্ঞান
ঘ. বুককিপিং ও হিসাবরক্ষণ
২। ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক. অর্থনীতিকে খ. ব্যবস্থাপনাকে
গ. হিসাববিজ্ঞানকে
ঘ. কম্পিউটার বিজ্ঞানকে
৩। কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয়?
ক. অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ. অর্থ আত্মসাত্ প্রতিরোধ
গ. জনহিতকর ব্যয়সংকোচন
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ
৪। আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি —
ক. উদ্দেশ্য খ. ভূমিকা
গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা
৫। কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
ক. স্কুল/ কলেজ
খ. মাদ্রাসা/মসজিদ
গ. ক্লাব/সমিতি
ঘ. ওপরের সব কটি
৬। দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের —
ক. ক্ষেত্র খ. ভিত্তি
গ. পরিধি ঘ. সীমা
৭। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা তাঁদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
ক. সংরক্ষিত হিসাব
খ. তহবিল বিবরণী
গ. বিশেষ হিসাব
ঘ. আর্থিক বিবরণী
৮। হিসাববিজ্ঞান হচ্ছে —
i. একটি বিজ্ঞান
ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল
iii. ব্যবসায়ের ভাষা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয় —
i. ব্যবস্থাপনাকে
ii. কম্পিউটার বিজ্ঞানকে
iii. হিসাববিজ্ঞানকে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১০। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয় —
i. ১৪৯৪ খ্রিষ্টাব্দে ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দে
ii. পঞ্চদশ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হলো —
i. সংঘটিত লেনদেনগুলো লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে —
i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii. নৈতিক চরিত্র গঠনে
iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। সরকারের প্রধান আয়ের উত্স হচ্ছে —
i. ভ্যাট ii. কাস্টমস iii. কর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪। সরকারের আয়ের অন্যতম উত্স হচ্ছে —
i. ভ্যাট ii. কাস্টমস ডিউটি
iii. আয়কর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। সরকার রাজস্ব ব্যয় করে —
i. উন্নয়ন খাতে
ii. জনসেবামূলক খাতে
iii. বেসরকারি খাতে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা
ঘ. বিবরণীব্যবস্থা
১৭। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. লেনদেনের লিপিবদ্ধকরণ
খ. মুনাফা নির্ণয়
গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ।

১৮। জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে—
i. দায়িত্ববোধ
ii. সঞ্চয়পত্র
iii. সততা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে হিসাববিজ্ঞানের কোনটি বৃদ্ধি পায়?
ক. ব্যবহার খ. দক্ষতা
গ. পরিধি ঘ. গ্রহণযোগ্যতা
২০। হিসাববিজ্ঞানের দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয় —
i. ধর্মীয় অনুশাসন
ii. নৈতিক চরিত্র গঠন
iii. ঋণ পরিশোধ চেতনা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. ভারতবর্ষে গ. ইতালিতে
ঘ. আমেরিকায়
২২। মানুষ সঞ্চয়ী ও মিতব্যয়ী হলে কী হয়?
ক. আয় বৃদ্ধি পায়
খ. ঋণ পরিশোধ হয়
গ. আর্থিক সচ্ছলতা আসে
ঘ. নৈতিক চরিত্র গঠন হয়
২৩। আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. অষ্টাদশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
২৪। কোন ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে —
i. তাকে হিসাবসচেতন হতে হবে
ii. ঋণ পরিশোধে সচেতন হতে হবে
ii. ধর্মভীরু হতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক. রোম খ. ভেনিস
গ. লন্ডন ঘ. বোস্টম
২৬। লেনদেন হিসাববিজ্ঞানের —
ক. কাঠি খ. পিলার
গ. মূলভিত্তি ঘ. ব্যবসায়ের ভাষা
২৭। যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই —
ক. লেনদেন বলে খ. খতিয়ান বলে
গ. ঘটনা বলে ঘ. রেওয়ামিল বলে
২৮। হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি খ. ঘটনা
গ. অর্থসম্পর্কিত ঘটনা ঘ. দায়
২৯। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটনাকে বলা হয় —
ক. উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন
খ. হিসাবচক্র
গ. দুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. হিসাবের দ্বৈতসত্তা
৩০। ‘Give and take’ শব্দের অর্থ কী?
ক. ঘটনা ক. সেবা
গ. দেওয়া ও নেওয়া ঘ. ফরমাশ
# নিচের উদ্দীপকটি পড়ে ৩১ থেকে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিঠুন, রাহাত এন্টারপ্রাইজের দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করেন এবং মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত খরচ নির্বাহ করার ক্ষমতা রাখেন। কিন্তু ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসে তার ৬,০০০ টাকা খরচ হবে বলে ধারণা করেছেন।
৩১। জুলাই মাসের খরচ বৃদ্ধিতে উক্ত ব্যবসায়ে কোনটি সর্বাধিক প্রভাবিত হবে?
ক. আর্থিক অবস্থায়
খ. ক্রয়-বিক্রয়
গ. লাভ-ক্ষতিতে
ঘ. সঞ্চয় প্রবণতায়
৩২। এ অবস্থায় জনাব মিঠুনকে দৃষ্টি দিতে হবে?
ক. সঞ্চয়ে খ. বাজেট প্রণয়নে
গ. জবাবদিহিতে
ঘ. ব্যয় হ্রাসকরণে
৩৩। জুলাই মাসে অতিরিক্ত খরচ নির্বাহ করার জন্য কোন পদক্ষেপটি তার জন্য যুক্তিযুক্ত?
ক. নিজে খরচ করার সিদ্ধান্ত নেওয়া
খ. মালিকের সঙ্গে আলোচনা করা
গ. ব্যয় নিয়ন্ত্রণ করা
ঘ. অধিকতর খরচ করা।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

Saturday, November 22, 2014

SSC Routine 2015

Bangladesh (BD) education board has been published SSC (Secondary School Certificate) exam routine 2015 for Dhaka, Rajshahi, Jessore, Chittagong, Comilla, Sylhet, Barisal, Dinajpur Boards. The examination will be started from 2nd February 2015 and ending time is 11th march, 2015.
Secondary School Certificate or SSC exam and others equivalent or comparable examination, is the third (3rd) major or prime examination in Bangladesh (BD) and also its largest exam of Bangladesh (BD). Exam routine or stating time is February and ending month is March of the year’s, if nothing else.
SSC (Secondary School Certificate) Exam or Examination are being held in two shifts, whose are called morning shift and evening shift. SSC Routine time schedule for two shift is Morning at 10:00 am to 01:00 pm and Evening at 02:00 pm to 05:00 pm.


Tuesday, September 4, 2012

রেওয়ামিল (Trial Balance)


Identify of these Ledger Entry which is “Debit or Credit”:
বিবরণ
ব্যাখ্যা
Dr/ Cr
বিবরণ
ব্যাখ্যা
Dr/ Cr
প্রারম্ভিক মজুদ পণ্য


নগদ বাট্টা (প্রাপ্ত)


সমাপনী মজুদ পণ্য


নগদ বাট্টা ( প্রদত্ত)


ক্রয়


আসবাবপত্র


বিক্রয়


হাতে নগদ


ক্রয় ফেরত


ব্যাংক জমা


বিক্রয় ফেরত


ব্যাংক জমাতিরিক্ত


কারবারী বাট্টা (প্রদত্ত)


ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন


কারবারী বাট্টা (প্রাপ্ত)


প্রাপ্য বিল


ব্যাংক জমার উদ্বৃত্ত


প্রদেয় বিল


অগ্রিম বিজ্ঞাপন


প্রাথমিক খরচাবলী


অগ্রিম সাধারণ খরচ


ভূমি সম্প্রসারণ


বকেয়া বিজ্ঞাপন


নিষ্কর সম্পত্তি


মজুরি


দালানকোঠা


পণ্য আনয়ন খরচ


প্রারম্ভিক নগদ তহবিল


আন্তঃ ফেরত


সমাপনী নগদ তহবিল 


বহিঃ ফেরত


অবচয় তহবিল


আন্তঃ পরিবহন


সাধারণ খরচ


বহিঃ পরিবহন


যন্ত্রপাতি


শুল্ক


মটর গাড়ি


মোট লাভ


বকেয়া পরিবহন


পণ্য উত্তোলন


বিজ্ঞাপন


কলকব্জা ও যন্ত্রপাতি


বকেয়া সাধারন খরচ


ইজারা সম্পত্তি


ক্রয় খতিয়ানের জের


মূলধন


অগ্রিম বেতন


উত্তোলন


কুঋণ সঞ্চিতি


মোট আয়


কুঋণ


সুনাম


আমদানী শুল্ক


অনাদায়ি পাওনা/ দেনা


রপ্তানী শুল্ক


অনাদায়ি পাওনা সঞ্চিতি


অতিঃ মূলধন


অনাদায়ি উপভাড়া


মোট ব্যয়


অব্যবহৃত মনিহারি


লভ্যাংশ প্রাপ্তি


বিক্রয় খতিয়ানের জের


উপভাড়া


বকেয়া উপভাড়া


সুদ প্রদান


জলযান ভাড়া


বেতন


অফিস সরঞ্জাম


ভাড়া


প্রারম্ভিক নগদ


ভাড়া ও কর


১০% সঞ্চয়পত্র


আয়কর


৬% বন্ধকী ঋণ


ভাড়া প্রাপ্তি


৭% প্রতিরক্ষা সঞ্চয়পত্র


ছাপা ও মনিহারী


শিক্ষানবীশ সেলামি


১২% বিনিয়োগ


শিক্ষানবীশ ভাতা


৬% লগ্নি


দেনাদার


লগ্নির সুদ প্রাপ্তি


পাওনাদার


অবলোপন


বিজ্ঞাপন


সম্পত্তির অবচয় তহবিল


সাধারন সঞ্চিতি


বিলম্বিত বিজ্ঞাপন


বীমা সঞ্চিতি


বীমা তহবিল


সম্পত্তির অবচয়


সন্দেহজনক পাওনা


দেনা


সন্দেহজনক পাওনা সঞ্চিতি


পাওনা


অগ্রীম সাধারন খরচ


অগ্রীম উপভাড়া


জীবন বীমার প্রিমিয়াম


সেভিংস সার্টিফিকেট  


বাট্টা


৮% ঋণ


বরাদ্দকৃত বাট্টা


৭% সরকারি বন্ড


মঞ্জুরিকৃত বাট্টা


অগ্রিম বীমা


টেলিফোন বিল


বকেয়া বিনিয়োগের সুদ


জরিমানা আদায়


বকেয়া শিক্ষানবিশ সেলামী


যাতায়াত ভাড়া


অগ্রিম শিক্ষানবিশ সেলামী


ভ্রমন খরচ


নগদ জমা (১.১.০৯)


বিক্রয় ও বন্টন খরচ


আপ্যায়ন খরচ


সুদ প্রাপ্তি


অন্তর্বর্তীকালীন লভ্যাংশ


ব্যাংকে জমা (৩১.১২.০৯)


মেশিন সংস্থাপন ব্যয়


ব্যাংকে জমা (১.১.০৯)


ভূমি সম্প্রসারন ব্যয়


নগদ জমা (৩১.১২.০৯)


কল্যাণ তহবিল


আগুনে বিনষ্ট পণ্য


আয়কর সঞ্চিতি


মঞ্জুরিকৃত ব্যাংক সুদ


ভ্যাট প্রদান


ব্যাংক চার্জ


প্রদত্ত হুন্ডি


প্রদত্ত ঋণ (৮%)


কর ও অভিকর


প্রাপ্ত ঋণ (৮%)


বিলম্বে পণ্য প্রেরনের ক্ষতিপূরণ


প্রদত্ত কমিশন


পৌর কর


কমিশন


লভ্যাংশ প্রদান


দস্তুরি


ডাক ও তার


অনার্জিত কমিশন


প্রাথমিক খরচ


৬% হুন্ডি


দপ্তর খরচ


বিক্রয় কর


চলতি সম্পত্তি


জরিমানা প্রদান


চলতি দায়


বিদ্যুৎ বিল


স্থায়ী সম্পত্তি


বকেয়া ব্যাংক ঋণের সুদ


স্থায়ী দায়


ব্যাংক সুদ প্রদান


ট্যাক্স প্রদান


বিনামুল্যে পণ্য বিতরণ


অফিস মেরামত


প্যাটেন্ট


প্রাপ্ত কমিশন


ট্রেড মার্ক


অনুদান


নীট ক্ষতি


ভিক্ষা প্রদান


দেয়াল চুনকাম


জ্বালানী ও বিদ্যুৎ


ডক চার্জ 


অনাদায়ী দেনা আদায়


দেনাদার বাট্টা সঞ্চিতি


৮% প্রাপ্ত লগ্নি


পাওনাদার বাট্টা সঞ্চিতি


উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্ত ভাড়া


কপিরাইট


ডেলিভারি ভ্যান


প্রাঙ্গন উন্নয়ন


মটর গাড়ি


ঘোড়া ও গাড়ি


হিসাবরক্ষককে প্রদত্ত ঋণ 


গ্রন্থস্বত্ত


প্রাপ্য স্থায়ী আমানতের সুদ


সরকারি সিকিউরিটি ক্রয়


মজুদ পণ্য (১.১.০৯)


খুচরা যন্ত্রাংশ


মজুদ পণ্য (৩১.১২.০৯)


আইন খরচ


স্থায়ী আমানতের সুদ


উত্তোলনের সুদ 


বিক্রয় পরিবহন


মূলধনের সুদ


কয়লা ও গ্যাস


ডক খরচ


গুদাম ভাড়া


সঞ্চিতি তহবিল


সমন্বিত ক্রয়


নিরীক্ষা ফি


মাল খালাসের খরচ


পেনশন তহবিল


বিক্রয় প্রতিনিধির বেতন


ম্যানেজার কমিশন


ড্রইং অফিস বেতন


বিবিধ ক্ষতি


লভ্যাংশ সমতাকরন তহবিল


বকেয়া কমিশন