Search This Blog

Monday, December 8, 2014

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১৫ (হিসাববিজ্ঞান)


বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে পত্র শিক্ষা দেয়, তাকে বলে —
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. হিসাবরক্ষণ
গ. হিসাববিজ্ঞান
ঘ. বুককিপিং ও হিসাবরক্ষণ
২। ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক. অর্থনীতিকে খ. ব্যবস্থাপনাকে
গ. হিসাববিজ্ঞানকে
ঘ. কম্পিউটার বিজ্ঞানকে
৩। কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয়?
ক. অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ. অর্থ আত্মসাত্ প্রতিরোধ
গ. জনহিতকর ব্যয়সংকোচন
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ
৪। আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি —
ক. উদ্দেশ্য খ. ভূমিকা
গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা
৫। কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
ক. স্কুল/ কলেজ
খ. মাদ্রাসা/মসজিদ
গ. ক্লাব/সমিতি
ঘ. ওপরের সব কটি
৬। দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের —
ক. ক্ষেত্র খ. ভিত্তি
গ. পরিধি ঘ. সীমা
৭। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা তাঁদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
ক. সংরক্ষিত হিসাব
খ. তহবিল বিবরণী
গ. বিশেষ হিসাব
ঘ. আর্থিক বিবরণী
৮। হিসাববিজ্ঞান হচ্ছে —
i. একটি বিজ্ঞান
ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল
iii. ব্যবসায়ের ভাষা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয় —
i. ব্যবস্থাপনাকে
ii. কম্পিউটার বিজ্ঞানকে
iii. হিসাববিজ্ঞানকে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১০। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয় —
i. ১৪৯৪ খ্রিষ্টাব্দে ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দে
ii. পঞ্চদশ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হলো —
i. সংঘটিত লেনদেনগুলো লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে —
i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii. নৈতিক চরিত্র গঠনে
iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। সরকারের প্রধান আয়ের উত্স হচ্ছে —
i. ভ্যাট ii. কাস্টমস iii. কর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪। সরকারের আয়ের অন্যতম উত্স হচ্ছে —
i. ভ্যাট ii. কাস্টমস ডিউটি
iii. আয়কর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। সরকার রাজস্ব ব্যয় করে —
i. উন্নয়ন খাতে
ii. জনসেবামূলক খাতে
iii. বেসরকারি খাতে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা
ঘ. বিবরণীব্যবস্থা
১৭। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. লেনদেনের লিপিবদ্ধকরণ
খ. মুনাফা নির্ণয়
গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ।

১৮। জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে—
i. দায়িত্ববোধ
ii. সঞ্চয়পত্র
iii. সততা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে হিসাববিজ্ঞানের কোনটি বৃদ্ধি পায়?
ক. ব্যবহার খ. দক্ষতা
গ. পরিধি ঘ. গ্রহণযোগ্যতা
২০। হিসাববিজ্ঞানের দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয় —
i. ধর্মীয় অনুশাসন
ii. নৈতিক চরিত্র গঠন
iii. ঋণ পরিশোধ চেতনা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. ভারতবর্ষে গ. ইতালিতে
ঘ. আমেরিকায়
২২। মানুষ সঞ্চয়ী ও মিতব্যয়ী হলে কী হয়?
ক. আয় বৃদ্ধি পায়
খ. ঋণ পরিশোধ হয়
গ. আর্থিক সচ্ছলতা আসে
ঘ. নৈতিক চরিত্র গঠন হয়
২৩। আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. অষ্টাদশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
২৪। কোন ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে —
i. তাকে হিসাবসচেতন হতে হবে
ii. ঋণ পরিশোধে সচেতন হতে হবে
ii. ধর্মভীরু হতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক. রোম খ. ভেনিস
গ. লন্ডন ঘ. বোস্টম
২৬। লেনদেন হিসাববিজ্ঞানের —
ক. কাঠি খ. পিলার
গ. মূলভিত্তি ঘ. ব্যবসায়ের ভাষা
২৭। যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই —
ক. লেনদেন বলে খ. খতিয়ান বলে
গ. ঘটনা বলে ঘ. রেওয়ামিল বলে
২৮। হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি খ. ঘটনা
গ. অর্থসম্পর্কিত ঘটনা ঘ. দায়
২৯। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটনাকে বলা হয় —
ক. উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন
খ. হিসাবচক্র
গ. দুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. হিসাবের দ্বৈতসত্তা
৩০। ‘Give and take’ শব্দের অর্থ কী?
ক. ঘটনা ক. সেবা
গ. দেওয়া ও নেওয়া ঘ. ফরমাশ
# নিচের উদ্দীপকটি পড়ে ৩১ থেকে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিঠুন, রাহাত এন্টারপ্রাইজের দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করেন এবং মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত খরচ নির্বাহ করার ক্ষমতা রাখেন। কিন্তু ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসে তার ৬,০০০ টাকা খরচ হবে বলে ধারণা করেছেন।
৩১। জুলাই মাসের খরচ বৃদ্ধিতে উক্ত ব্যবসায়ে কোনটি সর্বাধিক প্রভাবিত হবে?
ক. আর্থিক অবস্থায়
খ. ক্রয়-বিক্রয়
গ. লাভ-ক্ষতিতে
ঘ. সঞ্চয় প্রবণতায়
৩২। এ অবস্থায় জনাব মিঠুনকে দৃষ্টি দিতে হবে?
ক. সঞ্চয়ে খ. বাজেট প্রণয়নে
গ. জবাবদিহিতে
ঘ. ব্যয় হ্রাসকরণে
৩৩। জুলাই মাসে অতিরিক্ত খরচ নির্বাহ করার জন্য কোন পদক্ষেপটি তার জন্য যুক্তিযুক্ত?
ক. নিজে খরচ করার সিদ্ধান্ত নেওয়া
খ. মালিকের সঙ্গে আলোচনা করা
গ. ব্যয় নিয়ন্ত্রণ করা
ঘ. অধিকতর খরচ করা।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও



১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. ঘ ৩৩. গ।

1 comment:

  1. nice suggestion. thanks for submit it. then students can model test for his own subject from SSC Model Test
    It's helpful for their.
    SSC Model Test
    Education for SSC Students
    Home page for others

    ReplyDelete